Skip to main content

Posts

কোন প্রকার সফটওয়্যার ছারাই ইউটিউব থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করুন

আসসালামলাইকুম। সবার ঈদ কেমন কাটল ? আশা করি ভালই। ত বকবক করে লাভ নেই। আজকে আমি আপনাদের সামনে নতুন আক্তা টিপস নিয়ে হাজির হয়েচি। আজকে আমরা দেখব কিবাভে youtube থেকে যেকোনো ভিডিও download করা যায়। তা অ আবার কোন প্রকার সফটওয়্যার ছারাই। ত চলুন শুরু করা যাক। DIRECT WEBSITE LINK:  http://bitigee.com/1FHl প্রথমে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও ওপেন করব। https://www.youtube.co  তারপর নিচের মত url থেকে www. ডিলিট করে দিব। তারপর https:// এর পর ss যোগ করব এবং enter press করব নিচের মত> যেকোনো একটা ফরম্যাট সিলেক্ট করব। ডাউনলোড া ক্লিক করব। তাহলে ডাউনলোড হয়ে যাবে ত আজ এই পর্যন্তই। টিপস তা কেমন লাগব তা অবশ্যই comment এর মাদ্দমে জানাবেন। like, share করতে ভুলবেন  না
Recent posts

১.৮০ ডলারের AfterFocus Pro v1.7.2 ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন।

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ৩য় টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ একটি ফটোগ্রাফি অ্যাপ AfterFocus Pro। গুগল প্লে স্টোরে যেটির মূল্য ১.৮০ ডলার। তাছাড়া অ্যাপটির রেটিং ৪.৬। এই অ্যাপটি ব্যবহার করে আপনি প্রোফেশনাল মানের ছবি তুলতে পারবেন। ছবি গুলো প্রোফেশনাল ফটোগ্রাফার দের ছবির মতই ঝকঝকে আর জীবন্ত মনে হবে। AfterFocus Pro এর সুবিধা - 1. Smart focus area selection স্বয়ংক্রিয়ভাবে ফোকাস এলাকা এবং ব্যাকগ্রাউন্ড ভিতরে কিছু রেখা আঁকার পরে। 2. Background Blur effect আপনি শুধু DSLR ক্যামেরার মত বিভিন্ন অ্যাপারচার শৈলী সঙ্গে সবচেয়ে বাস্তবসম্মত দাগ প্রভাব তৈরি করতে পারেন কিছু জিনিস পদক্ষেপ, মোশন দাগ প্রভাব জোর দেওয়া পাওয়া যায়। 3. Filter effect পেশাদার ইফেক্ট মৌলিক প্রভাব থেকে উপলব্ধ করা হয়। 4. Double photo এক বস্তুর একটি ছবি তুলুন এবং একই বস্তুর অন্য ছবি নিতে ডান সামান্য সরানো, এবং এটি ইমেজ বিশ্লেষণ এবং নিকটবর

আজকে থেকে Shareit বাদ দিন র এই অ্যাপ টি দিয়ে Shareit এর চেয়ে বেশি দ্রুত ফাইল পারাপার করুন Android to Android or Android to Other Platform 3

আমরা andaroid ব্যবহার কারি রা প্রাই সবাই Shareit ব্যবহার করি।কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম শেয়ার ইট এর চেয়ে ভাল একটি অ্যাপ যার মাধ্যমে আপনি সহজেই আপনার ফোনের ফাইল অন্য যেকোনো ফোনে পারাপার করতে পারবেন শেয়ার ইট এর চেয়ে অনেক দ্রুত।অ্যাপ টির নাম হল Zapya File Transfer তো চলুন ডাউনলোড করে নিন Zapya File Transfer  আর ফাইল পারাপার করুন আর দ্রুত ডাউনলোড করুন এখানে 

নিয়ে নিন Secret Video Recorder Pro আর ভিডিও করুন অতি গোপনীয়তার সাথে। কেউ টেরই পাবেনা

আশা করি আপনারা সবাই মোটামোটি ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি তা দিয়ে আপনি অতি গোপনিয়তার সাথে যেকোনো কিছু ভিডিও রেকর্ড করতে পারবেন। কারণ আপনি যদি মোবাইলে অন্য কোনো কাজ করতে থাকেন তবুও ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড চলতে থাকবে। তাই কেউ সন্দেহও করবেনা। তাছাড়া নির্দিষ্ট টাইম সেট করে দিলে এটি আপনা আপনি রেকর্ড করতে শুরু করে। এই কাজের জন্য Secret Video Recorder অ্যাপটি চমৎকার। তাছাড়া এই অ্যাপের অন্যান্য ফিচার দেখলে যে কারও অ্যাপটির জন্য লোভ হতে পারে। চিন্তা করবেন না। অ্যাপটি প্রো ভার্সন হলেও আমি আপনারকে এটি ফ্রিতে দেব। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  ডাউনলোড করতে Create Download Link এ ক্লিক করতে হবে এবং সমস্যা হলে UC Mini দিয়ে ট্রাই করুন। Features *.Auto sync video with google drive to help you find your phone when you lost. *.Protect videos by pattern lockscreen. *.Show/Hide video from Gallery. *.Unlimited number video recording. *.Unlimited video duration. *.No camera shutter sound. *.No preview. *.Clean material design. *.One tou

আর কষ্ট করে বই পড়তে হবে না এবার বই আপনাকে পড়ে শুনাবে।।[Android App]

আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা অনেকেই আছি যারা মোটামুটি বই পড়তে ভালবাসি। আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিডিএফ বই  ওপেন করে হেড ফোন দিয়ে  পুরো বই শুনতে পারবেন। এছারাও বইটি শোনার সময় আপনি ইচ্ছা মতো সাউন্ড এর স্পিড কমিয়ে বারিয়ে নিতে পারবেন। এছারাও কণ্ঠ পরিবর্তন করেও শুনতে পারবেন। এই সিস্টেমে বই পড়ে শোনার সবচেয়ে আসল সুবিধা হল, যারা ইংলিশ স্পীকিং  কোর্স করে তাদের কারন শোনার সময় আপনি স্পিড কমিয়ে কিভাবে শব্দ গুল উচ্চারন করে তা ভালভাবে বুজতে পারবেন। তাই দেরি না করে নিচের লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। এই সফটওয়্যার টির দাম 4.99$ এটি গুগল প্লে স্টোর থেকে ইচ্ছা করলে টাকা দিয়ে ডাউনলোড করতে পারেন আর যাদের টাকা নেই তারা নিচের লিঙ্ক থেকে ফ্রী ডাউনলোড করে নিন। >>>ডাউনলোড করুন<<<  আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

খেলা,খবর বা টিভির অনুষ্ঠান লাইভ দেখুন আপনার মোবাইলে

সবাইেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। কাজের চাপে ঘরের বাইরে থাকাই আমার মতো অনেকেরই গুরুত্বপূর্ণ খেলার ম্যাচ, খবর অথবা টিভির অনুষ্ঠান দেখা হয় না। এ সমস্যা সমাধানের জন্য আজ একটি অ্যাপস আপানাদের কাছে শেয়ার করছি। অ্যাপস এর নামঃ BD TV Recorder with Multi Broadcast অ্যাপস এর সুযোগ-সুবিধাঃ ১)  লাইভে টিভি দেখাঃ এটি দিয়ে যে কোন সময় যে কোন টিভির অনুষ্ঠান লাইভ দেখা যাবে। লাইভে টিভি দেখুন ২) মালটিব্রডকাস্টিংঃ  একজনের মোবাইলে ইন্টারনেট এর ডাটা অন রেখে বাকিরা(যাদের ইন্টারনেট নেই) সবাই তার সাথে  হটস্পট এ কানেক্ট থাকলে তারাও একই খেলা, খবর বা টিভির অনুষ্ঠান লাইভে দেখতে পারবে। একজনের শুধুমাত্র ইন্টারনেট খরচ হবে বাকিরা ফ্রীতে লাইভে টিভি দেকতে পারবে ৩) মেমরিতে রেকর্ডঃ আমি যা দেখবো তা মোবাইল এর মেমরিতে রেকর্ড হয়ে থাকবে। যেমন ভাল ভাল ক্রিকেট বা ফুটবল ম্যাচ রেকর্ড হয়ে থাকলেতো ভালই হয়, যতবার খুশি ততবার দেখা যাই। মোবাইল এর মেমরিতে রেকর্ড হয়ে থাকবে তাহলে আর দেরী কেন ? এখনই ডাউনলোড করে নাও এখান থেকে--->> ডাউনলোড  অথবা Play Store এ সার্চ দিন  BD TV Recorder With Multi Broadca

আইপি এড্রেস [IP Address] লুকিয়ে ফেলার তিনটি সেরা উপায় [বিস্তারিত টিউন]

এই আর্টিকেলটি পড়ার আগে আপনি নিশ্চয়ই এবিষয়ে একমত যে " অনলাইনে গোপনীয়তা খুবই গুরুত্ববহ"। তাই অামরা অনেকসময়  এনোনোমিয়াস [Anonymous] বা নামহীনভাবে  ;ওয়েবে ঘোরাঘোরি করতে চাই প্রয়োজনে বা অপ্রয়োজনে। হ্যাকারদের কাছে এর বিকল্প নেই একদমই। বর্তমানে এভাবে অনলাইনে  এনোনোমিয়াস [Anonymous]  মোড- গোপনীয়তা ক্রমেই বেড়ে চলেছে। আপনি জেনে অবাক হবেন যে কেবল আপনার আইপি এড্রেস দিয়ে আপনার বাক্তিগত অনেক তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। আর এই কারণে গোপনভাবে ইন্টারনেট ব্যবহার করার প্রথম শর্ত আইপি লুকিয়ে ফেলা। প্রথমে বলে রাখি ফেক আইপি বা নকল আইপি এড্রেস বলতে কিছুই নেই; এটা মূলত আরেক বোঝা তৈরি করা। আপনি যা করতে পারেন সেটা হল আপনার আইপিকে লুকিয়ে ফেলতে পারেন। এর মানে আপনি ইন্টারনেটে পুরোপুরি  এনোনোমিয়াস [Anonymous] বা লুকায়িত নন; একটি নিবেদিত অস্তিত্ব আপনাকে ট্রেস করতে পারে।কিন্তু ৯৬% সময় আপনি আপনার আইপিকে লুকাতে পারছেন যথেস্ঠভাবে। ওয়েব জগতে আপনাকে লুকিয়ে ফেলার বা আইপি লুকিয়ে ফেলার; ৩টি পদ্ধতি নিয়ে আলোচনা করব : পদ্ধতি ১ : উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার করে মজার ব্যাপার হল এটাই একমাত্র উপায় আপনার বাসার বা অফিসের